সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, চকোলেট খেলে কাশি ভালো হয়। গবেষণাটি চালিয়েছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, চকোলেট তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় ধরনের কাশি নিরাময় করে। ন্যাশনাল হেলথ সার্ভিসের গবেষকরা তীব্র ও দীর্ঘস্থায়ী কাশিতে আক্রান্ত ৩শ' রোগীর ওপর গবেষণা চালান। এ সময় তাদের প্রকৃতি থেকে আহরিত থিওব্রোমিন রাসায়নিক উপাদান সমৃদ্ধ চকোলেট দৈনিক দু'বার সেবন করতে দেওয়া হয়।
১৪ দিন ওই চকোলেট খাওয়ার পর দেখা গেছে, ৬০ শতাংশ রোগী অনেকটা সুস্থ বোধ করছেন। গবেষকরা বলছেন, মিষ্টি নয় এমন কালো চকোলেটের প্রতি আউন্সে ৪৫০ মিলিগ্রাম, মিষ্টি চকোলেটে ১৫০ গ্রাম এবং দুধসমৃদ্ধ চকোলেটে ১৫০ মিলিগ্রাম থিওব্রোমিন রয়েছে, যা কাশি নিরাময়ে সহায়তা করে। চকোলেটে কাশি নিরাময় করার মতো উচ্চমাত্রার যৌগপদার্থ রয়েছে বলে জানান গবেষকরা। কালো চকোলেট উচ্চমাত্রার নারিকেল সমৃদ্ধ। এ চকোলেট কাশি নিরাময়ে অধিক কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা। এ বিষয়ে গবেষক অ্যালান মরিস বলেন, উচ্চমাত্রার যৌগিক পদার্থ সমৃদ্ধ চকোলেট নিয়মিত খেলে তা কাশি নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া ওজন বাড়ানোসহ অন্যান্য উপকারও করে চকোলেট।
---------------------------------------------------------------------------
সুস্থতার অভিজাত মুখপাত্র .::দেহ::. জীবনের ঠিকানা।
Facebook Comments Plugin Bloggerized by BD WEBDESIGN
0 comments:
Post a Comment