অমরত্ব-সুধা ডালিম!
ডালিমকে এ উপমহাদেশে
‘স্বর্গীয় ফল’ হিসেবে বিবেচনা
করা হয়। এর রস বার্ধক্য প্রতিরোধ করে। মানবদেহের ডিএনএর যে প্রক্রিয়ার কারণে মানুষের
বয়স বাড়ে ডালিম ফলের রস নিয়মিত পান করলে তার কার্যকারিতা হ্রাস পায়। ডালিমের রসে নানা
গুণের সঙ্গে বিশেষ এ গুণাবলি রয়েছে। যে কোনো দুরারোগ্য রোগের পথ্য হিসেবে ডালিমের রস
নিদ্বির্ধায় পান করা যায়। এর উপকারিতা সম্বন্ধে সবার ধারণা থাকলেও ‘তারুণ্য’ ধরে রাখার ব্যাপারে
এ ফলের ঔষধি গুণাবলি সম্বন্ধে এর আগে কারও তেমন স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু বর্তমানে
বৈজ্ঞানিক গবেষণায় তথ্য-উপাত্ত যাচাই করে একে যে কোনো রোগ প্রতিরোধে অমরত্ব-সুধা বা
মহৌষধ হিসেবে গণ্য করা হয়েছে। শুধু তাই নয়, মানসিক অবসাদ বা উদ্বেগ দূর করতে এবং যৌনজীবন
সুখময় করতে এ ফলের রসের জুড়ি নেই।
Facebook Comments Plugin Bloggerized by BD WEBDESIGN
0 comments:
Post a Comment