Sunday, December 30, 2012


এইডস প্রতিরোধে প্রয়োজন সচেতনতা!

- এইচআইভি পজেটিভদের দেহ হতে যেহেতু যৌন মিলনের মাধ্যমে ভাইরাস ছড়ায় সেহেতু সচেতনতার সাথে কন্ডম ব্যবহার করে যৌন মিলনে লিপ্ত হওয়া উচিত।

- প্রয়োজনীয় রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে রক্ত সঞ্চালন করতে হবে।

- প্রভাব বিস্তার সবচেয়ে বেশী। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করাও এখন একান্ত জরুরী।

- এইডস্ কোন ছোঁয়াছে রোগ নয়, এক সাথে বসবাস করলে, খাওয়া-দাওয়া করলে, খেলাধুলা করলে, একই বিছানায় ঘুমালে, একই থালা বাসনে খাবার খেলে, একই স্কুুল-কলেজে পড়াশুনা করলে, হাঁছি, কাশি, থুথু বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অথবা একই পায়খানা ব্যবহার করলে, এক সাথে সাঁতার কাটলে, এমনকি পোকা মাকড়, মশা-মাছির মাধ্যমেও এই জীবানু ছড়ায় না।
Facebook Comments Plugin Bloggerized by BD WEBDESIGN

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube