Sunday, December 30, 2012


মানবদেহের সাথে সাদৃশ্যপূর্ণ ভেষজ ওষুধ!

এক সময় মানুষ চিকিৎসার ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল ছিল প্রকৃতির বিভিন্ন উপাদানের (উদ্ভিজ্জ, প্রাণিজ ও খনিজ) ওপর। সে সময় তারা গবেষণা করে দেখলেন উদ্ভিজ্জ, প্রাণিজ ও খনিজ যেসব উপাদান রয়েছে তা বেশির ভাগই মানুষের দেহের বিভিন্ন অংশের ওপর কার্যকর ভূমিকা রাখে। সে সব উপাদান সংশ্লিষ্ট অঙ্গগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। মানব দেহের বিভিন্ন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ বস্তু দিয়ে ওই অংশের চিকিৎসা করা যায়। যেমন-

১. সুপারি ফলের খোসা ছাড়ানোর পর এটি দেখতে মস্তিষ্কের মতো। সুপারির ভেতরের ভাঁজ মস্তিষ্কের খাঁজের মতো। এতে রয়েছে এনেকোলিন নামক রাসায়নিক উপাদান, যা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বৃদ্ধি করে। বিজ্ঞানীরা সুপারি থেকে অনেক ওষুধ তৈরি করেছেন, যা মস্তিষ্ককে শক্তিশালী করে। এক-তিনটি সুপারি অর্ধেক করে ২৫০ এমএল পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সেবন করলে উপকার পাওয়া যায়।

২. টমেটোর সাথে মানুষের হার্ট সাদৃশ্যপূর্ণ। হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ আছে। টমেটোরও চারটা প্রকোষ্ঠ রয়েছে। এতে আছে লাইকোপেন, যা হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। হার্টের সুস্থতার জন্য পথ্য হিসেবে প্রতিদিন দু
টি করে টমেটো খেতে হবে।

৩. আলুবোখারা দেখতে লিভারের মতো। এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা পুরনো পিত্ত বের করে নতুন পিত্ত তৈরি করে। প্রতিদিন কাঁচা বা শুকনো আলুবোখারা দু-একটি করে এক মাস সেবন করলে পিত্ত বিকারজনিত রোগের উপশম হয়।

৪. পেঁপে দেখতে পাকস্থলীর মতো। এতে পেপাইন নামক অ্যানজাইম রয়েছে, যা হজমশক্তি বৃদ্ধি ও অজীর্ণ নাশে কার্যকর ভূমিকা রাখে। 

৫. পাকা পেঁপে ৮০-১০০ গ্রাম এবং কাঁচা পেঁপে সবজি হিসেবে ১০০-১৫০ গ্রাম পরিমাণ খেলে উপকার হয়।
Facebook Comments Plugin Bloggerized by BD WEBDESIGN

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube